Khoborerchokh logo

জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানা পুলিশের ত‍ৎপরতায় ৮০০ পিস ইয়াবাসহ ৩মাদক কারবারী গ্রেফতার । 419 0

Khoborerchokh logo

জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানা পুলিশের ত‍ৎপরতায় ৮০০ পিস ইয়াবাসহ ৩মাদক কারবারী গ্রেফতার ।

রেজানুর ইসলাম:গাজীপুর থেকে 
গাজীপুর মহানগরের জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকা থেকে গোপন সংবাদের প্রেক্ষিতে পুলিশের একটি আভিযানিক টিম রাত আনুমানিক ১.৩০ মিনিট সময় আসামীর শোবার ঘরের দক্ষিণ পাশে খাটের পিছন হইতে পুলিশ'লেখা ট্রাভেল ব্যাগের ভিতর কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় ৮০০(আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।গ্রেফতারকৃত ০১ নং আসামী তাহমিনা রশিদ স্বর্ণা (৩২),স্বামী-আলামিন পিতা-আব্দুর রশিদ,বাসা নং ১২ রাস্তা নং ১৯ সেক্টর ৪ উত্তরা পূর্ব থানা ঢাকা মহানগর,এ/পি সাং-আউচপাড়া  কলেজরোড জান্নাতুল ভিলা অভিযান ৮ হোল্ডিং নং ২৫৩ থানা টঙ্গী পশ্চিম গাজীপুর মহানগর। 
০২ নং আসামী মোহাম্মদ কায়সার আহমেদ (৩১) পিতা মোঃ মোস্তফা সাং বিনটিয়া ঢালী বাড়ি থানা গোসাইরহাট জেলা শরীয়তপুর।
০৩ নং আসামী মোঃ মনির হোসেন ২৫ পিতাঃ মোঃ আলমগীর সাং- গঙ্গাপুর ফরাজী বাড়ি থানা বোরহানউদ্দিন জেলা ভোলা এ/পি সাং-কলমা জিনজিরা পাতিল ফ্যাক্টরি সিপিএম মোড় কামালের বাড়ির ভাড়াটিয়া থানা ,সাভার জেলা- ঢাকা। 
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় ১ নং আসামী সহ ২এবং ৩ নং আসামী উত্তরা,সাভার,গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করিয়া আসিতেছে,আরো জানতে পারি কয়েকদিন আগে ১ নং আসামীর স্বামী আলামিন উত্তরা এপিবিএনের হাতে ৪৫০পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল।
সাব্বির হোসেন,উপ পুলিশ পরিদর্শক,টঙ্গী পশ্চিম থানা জিএমপি-গাজীপুর জানান,ওসি স্যারের নির্দেশে আমি এবং সঙ্গীয় ফোর্সসহ কৌশলে মাদক কারবারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি । গেপ্তাকৃত আসামীদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com